You have reached your daily news limit

Please log in to continue


ঝিন্দের রাজা ও খলনায়ক হতে চলেছেন যিশু-অনির্বাণ

যে সিনেমার জন্য ঘোড়ায় চড়া আর তলোয়ার খেলা শিখেছিলেন উত্তম কুমার এবং সৌমিত্র চটোপাধ্যায়, সেই ‘ঝিন্দের বন্দী’ ফের পর্দায় আসতে চলেছে ছয় দশক পর।

‘ঝিন্দের বন্দী’র রিমেকে উত্তম এবং সৌমিত্রের চরিত্রে অভিনয় করছেন কলকাতার দুই অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। সিনেমা পরিচালনার দায়িত্ব পড়েছে কলকাতার নির্মাতা অরিন্দম শীলের ওপর। আর প্রযোজনা করবে প্রযোজক প্রতিষ্ঠান এসভিএফ।

আনন্দবাজার লিখেছে, শরদিন্দু বন্দোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘ঝিন্দের বন্দী’র রাজা এবং খলনায়ক বাছতে প্রযোজনা প্রতিষ্ঠানকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

শেষমেষ যিশু ও অনির্বাণকে নির্বাচিত করেন অনিন্দম, তাদেরকে মানানসই বলে ধরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন