You have reached your daily news limit

Please log in to continue


বর্ণবাদের শিকার রদ্রিগোর পাশে নেইমার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনা তো থামছেই না। মারাকানায় বুধবার বাংলাদেশ সময় ভোরে আয়োজিত সুপারক্লাসিকো বলতে গেলে পুরোটা সময় জুড়েই ছিল উত্তপ্ত। উত্তপ্ত ম্যাচ নিয়ে বেরিয়ে আসছে একের পর এক ঘটনা। 

বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মারাকানায় ফুটবলের চেয়ে শারীরিক শক্তি প্রদর্শনেই যেন বেশি ব্যস্ত ছিলেন খেলোয়াড়েরা। ম্যাচ চলা অবস্থায় ফুটবলারদের মধ্যে চলে কথার লড়াই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসির প্রতিবেদন অনুযায়ী. লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে কথার লড়াই হয় রদ্রিগো। আর্জেন্টাইন দুই ফুটবলারকে উদ্দেশ্য করে রদ্রিগোর ‘কাপুরুষ’ শব্দ বলার কথা শোনা যায়। এরপরই মেসি এর জবাব দিয়েছেন এই বলে, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কীভাবে আমরা কাপুরুষ? নিজের মুখের দিকে তাকাও।’ এরপর ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে রদ্রিগোকে উদ্দেশ্য করে ভক্ত-সমর্থকেরা নানারকম বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড পরশু রাতে এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। চোটে পড়ায় নেইমার এই ম্যাচে খেলতে না পারলেও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘তোমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না। কখনো থামবে না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন