You have reached your daily news limit

Please log in to continue


চিকিৎসার জন্য মিশরে আল-শিফার নবজাতকরা

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতাল থেকে উদ্ধার ২৮টি ‘প্রিম্যাচিউর’ নবজাতককে চিকিৎসার জন্য সোমবার মিশরে নেওয়া হয়েছে। খবর বিবিসির 

শিশুগুলোর মধ্যে যাদের অবস্থা খানিকটা ভালো তাদের আল-আরিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজা সীমান্ত থেকে আল-আরিশের দূরত্ব ৪০ কিলোমিটারের মত। আর যে শিশুদের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসার জন্য আকাশ পথে কায়রো নিয়ে যাওয়া হয়েছে।

গত বুধবার থেকে গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে জ্বালানি, বিদ্যুৎ ও অক্সিজেনের অভাবে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে সময় আল-শিফার এনআইসিইউতে প্রায় ৩৯টি ‘প্রিম্যাচিউর’ নবজাতকের ইউকিউবেটরে চিকিৎসা চলছিল। এনআইসিইউ অকার্যকর হয়ে যাওয়ায় কয়েদিন তাদের ইউকিউবেটর থেকে বাইরে রাখা হয়। যে কারণে কয়েকটি নবজাতক মারাও গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন