You have reached your daily news limit

Please log in to continue


বনভূমি উজাড় করে উন্নয়ন প্রকল্প আর কতদিন?

প্রকৃতি তার আপন ছোঁয়ায় আমাদের চারপাশে গড়ে তুলেছে সবুজ উপাদানে তৈরি সৌম্য-শান্ত ও সজীব পরিবেশ। ফলদ ও বনজ গাছগাছালি, রং-বেরঙের পাখিদের কলতান, নিরবধি বয়ে চলা ঝরনা-নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, এসবই প্রকৃতি তার প্রয়োজনে সৃষ্টি করেছেন।

পৃথিবীর সব জীবের বেঁচে থাকার মূল উপাদান গাছপালা ও সবুজ বনাঞ্চল। মানুষ ও অন্যান্য জীবজন্তুর শ্বাস-প্রশ্বাস নিতে প্রয়োজন নির্মল বায়ুর। আর তার পুরোটাই আসে গাছপালা ও বনাঞ্চল থেকে। প্রাণীকুলের এই অমোঘ প্রয়োজন পূরণার্থে সৃষ্টি হয়েছে নানা ধরনের বৃক্ষরাজি এবং প্রাণী।

প্রাণীকুলের বসবাসের জন্য রাখা হয়েছে আলাদা বনভূমি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী ও লোভী মানুষের লালসার মুখে ধ্বংস হয়ে যাচ্ছে বৃক্ষরাজি ও বনাঞ্চল। ইদানীং পত্রিকা খুললেই বিভিন্ন জায়গায় বন দখল করে উন্নয়ন প্রকল্পের খবর দেখতে পাই যা অত্যন্ত দুঃখজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন