You have reached your daily news limit

Please log in to continue


হাওরে অন্ধকার তাড়ানোর উদ্যোগ এখন তাদেরই তাড়িয়ে বেড়াচ্ছে

দূর গ্রামের এসব বাসিন্দাদের কেউ বাড়িতে আলো জ্বালাতে সৌর প্যানেলই কেনেননি, কেউবা কিস্তির টাকা পরিশোধও করেছেন; তবুও মামলায় নাম এসেছে, জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বিনা অপরাধের তাদের কেউ কেউ জেলও খেটেছেন।

জরিমানা দিয়ে কারাবাস শেষে নিরপরাধ ব্যক্তিদের বেরিয়ে আসার পর সৌর প্যানেল বিক্রয়কারী একটি কোম্পানি আবার তাদের কাছে ‘ভুল স্বীকার’ করেছে; জরিমানার টাকা ‘ফেরতও দিয়েছে’।

সম্প্রতি এমন ঘটনা যেমন ঘটেছে, তেমনি একজনের সঙ্গে অন্যজনের নামের মিল থাকাতেও জেলে যেতে হয়েছে সুনামগঞ্জের শাল্লার কয়েক গ্রামের বাসিন্দাদের।

হাওরের বাড়িগুলোতে অন্ধকার দূর করতে কিস্তিতে সৌর প্যানেল বিক্রি করতে গিয়ে দুই প্রতিষ্ঠানের এমন ‘ভুল’ এখন অনেক মানুষের বিপদ আর হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সুনামগঞ্জের হাওর এলাকা শাল্লা উপজেলায় একসময় সৌর প্যানেল বিক্রি করা গ্রামীণ শক্তি ফাউন্ডেশন ও রহিম আফরোজের সহযোগী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও বিনা অপরাধে জেল খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানির এমন অভিযোগ উঠেছে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও তুলেছেন জনপ্রতিনিধিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন