You have reached your daily news limit

Please log in to continue


পেটের দায় আর লোভে বিষাক্ত হচ্ছে সুন্দরবন

সুন্দরবনের খালে অবৈধভাবে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার প্রবণতা বাড়ায় প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে জীব-বৈচিত্র্য। অল্প সময়ে বেশি মাছ ধরা যায় বলে প্রান্তিক জেলেরা এ কাজে ঝুঁকছে। অভিযোগ আছে, বেশি লাভের লোভে কিছু আড়তদার জেলেদের দিয়ে এ কাজ করাচ্ছে।

বছরের একটি সময় বনে প্রবেশের নিষেধাজ্ঞার কারণে সুন্দরবন থেকে বনজীবী মানুষের আয়ের উৎস কমে গেছে। অথচ কোন সময়টায় নিষেধাজ্ঞা দিলে বনের লাভ হবে, সে সময়টায় বনের ওপর নির্ভরশীল মানুষ কী করবে- এসব নিয়ে বিজ্ঞানসম্মত কোনো গবেষণা বা ডেটা নেই বলে বিশেষজ্ঞদের ভাষ্য।

তারা বলছেন, গত এক দশকে সুন্দরবনের অর্থনীতির গতিপথ অনেকটাই বদলে গেছে। তাতে ভুক্তভোগী হচ্ছে বনজীবীরা। ফলে বনে প্রবেশের নিষেধাজ্ঞার সময় ‘বৈজ্ঞানিকভাবে নির্ধারণ ও সমন্বয়’ করা জরুরি; পাশাপাশি বনের ওপর নির্ভরশীল মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন