You have reached your daily news limit

Please log in to continue


জ্বলছে গাজা মরছে মানুষ

৩৬৫ বর্গকিলোমিটার এলাকা, যার বেশিরভাগ অংশ রুক্ষ, শুষ্ক; যেখানে বাস করতে বাধ্য হয়েছে ২২ লাখ মানুষ অর্থাৎ বাংলাদেশের চেয়ে ৫ গুণ বেশি ঘনবসতি। এর কোথাও কংক্রিটের দেয়াল আর কোথাও কাঁটাতার বেড়া দিয়ে চারদিক ঘেরা, পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার যা মানুষের ওপর মানুষের নির্মমতার এক নির্লজ্জ চিত্র, এই অঞ্চলের নাম ‘গাজা’। গত ছয় দিনে নরক নেমে এসেছে এই অঞ্চলের মানুষের ওপরে। ইসরায়েলের বিমান বাহিনী তাদের হিসাবেই ছয় হাজারের বেশি বোমা ফেলেছে। বিদ্যুৎ নেই, পানি নেই, নেই খাবার। জ¦লছে গাজা আর মরছে মানুষ। কবরস্থানে নোটিশ ঝুলছে, এখানে আর কবরের জায়গা নেই। যারা বেঁচে আছে তারা ভয় পেতেও যেন ভুলে গেছে। এত বড় মানবিক বিপর্যয় পৃথিবীর কোথায় ঘটেছে আর?

শত্রুর শক্তি বিপুল, তাদের বিপরীতে নিজেদের সামর্থ্য নগণ্য, ফলে বিজয়ের কোনো সম্ভাবনাই নেই। তার পরও কখন মানুষ লড়াই করে? নিশ্চিত মৃত্যুকে কখন মানুষ আলিঙ্গন করে? নিজের মৃত্যুর পর অবর্ণনীয় নির্যাতন ভোগ করতে হবে প্রিয় সন্তান, স্ত্রী, বাবা- মাকে তা জেনেও বা তাদের চরম বিপদের মুখে রেখে কখন মানুষ ঝাঁপিয়ে পড়ে এক অসম যুদ্ধে? কোথায় মানুষ এতটা মরিয়া হয়ে মরে এবং মারতে চায়? এসব প্রশ্নের উত্তর হলো, গাজাসহ ফিলিস্তিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে, আছে বর্তমানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন