You have reached your daily news limit

Please log in to continue


এক ঘণ্টা বন্ধের পর ঝুঁকি নিয়ে ফের উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

রাজধানীর কাকরাইলের এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষণে ক্ষণে ঘটছে বিস্ফোরণ। পটকা জাতীয় পণ্যের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান প্রায় ঘণ্টাখানেক বন্ধ রেখেছিল ফায়ার সার্ভিস। তবে দুপুর সোয়া ১ টার দিকে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দক্ষ ও বিশেষজ্ঞ দল।

ফায়ার সার্ভিস বলছে, এখানে ফায়ার সেফটির নিয়ম মানা হয়নি। সাধারণ পণ্যের সঙ্গেই রাখা হয়েছিল বিস্ফোরক জাতীয় কুরিয়ারে আসা পণ্যও। সেগুলো অপসারণ ও নিস্ক্রীয় না করা পর্যন্ত ঝুঁকি থেকেই যায়। তাই ঝুঁকি নিয়েই ফের উদ্ধার অভিযান শুরু কর করতে হয়েছে ফায়ার সার্ভিসকে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযানের কাজে অংশ নেওয়া একাধিক ফায়ার সার্ভিস সদস্য জানান, এখানে বিস্ফোরণ ও আগুন বেগবান করার মত অনেক ধরনের পণ্য ছিল। এর মধ্যে রয়েছে পটকা, আগরবাতি কেমিক্যাল, কসমেটিক্স পণ্য, রাসায়নিক পণ্যও। যেগুলো এখানে ঢোকারই কোন সুযোগ ছিল না। আগেই আলাদা ব্যবস্থাপনায় রাখার কথা ছিল। অথচ সব ধরনের সাধারণ পণ্যের সঙ্গেই এসব ঝুঁকিপূর্ণ পণ্য রাখা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন