You have reached your daily news limit

Please log in to continue


স্যালাইনের সংকট ও চিকিৎসা ব্যবস্থা

বাংলাদেশে ডেঙ্গু এক আতঙ্কের নাম। এ বছর ইতোমধ্যে সাড়ে ৮শরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে আমাদের দেশে মারা গেছেন। প্রায় দুই লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। নিজের ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন এরচেয়েও ৬ গুণ বেশি রোগী। ডেঙ্গুতে আক্রান্তদের প্রধান চিকিৎসা হিসেবে আইভি ফ্লুইড বা স্যালাইন হওয়ায় এর চাহিদা বেড়েছে অনেকগুণ, যা অতীতের তুলনায় অনেকগুণ বেশি। এমনকি শিশুদের টাইফয়েডে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। যে স্যালাইন ৮০ টাকায় পাওয়া যেত তা এখন বাজারে ৪০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। ডেঙ্গুর কারণে দেশে হঠাৎ করে স্যালাইনের চাহিদা বেড়েছে প্রায় ১০ থেকে ১২ গুণ।

কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অনেক আগেই থেকেই পরিকল্পনা নেওয়া উচিত ছিল। যদিও এ সংকট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ইতিমধ্যে সরকার আমদানির উদ্যোগ নিয়েছে। সেজন্য স্যালাইন আমদানির লাইন চলমান রাখতে হবে। এরই সাথে সাথে আমাদের সরকারি ওষুধ প্রতিষ্ঠানকে আরও বেশি স্যালাইন উৎপাদন করার জন্য জোর তাগিদ দিতে হবে। অর্থাৎ সহজেই এই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন