You have reached your daily news limit

Please log in to continue


নেইমারের কারণে বরখাস্ত হতে পারেন কোচ

আলোচনায় নিজেকে রাখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নেইমার। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, তাঁকে নিয়ে কথাবার্তা হবেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কারণে ক্লাব ফুটবলের এক কোচের চাকরি চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। 

চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছে আল হিলাল। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা। এমন অবস্থায় আল হিলাল কোচ হোর্হে জেসুসের নিশ্চিন্তই থাকার কথা। তবে কোচের চিন্তা বাড়িয়েছেন নেইমার। স্পেনের ওয়েবসাইট এসআর দেপোর্তিস জানিয়েছে, আল হিলালে নেইমার যাওয়ার পর তাঁর (জেসুস) সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। জেসুসের কৌশলগত নীতির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তাঁরা একে অপরের সঙ্গে খুব কম কথা বলেন। জেসুসকে বরখাস্ত করার চেষ্টা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করে যাচ্ছেন বলে জানা গেছে। নেইমার আল হিলালে এসে এরই মধ্যে ৩ ম্যাচ খেলে ফেলেছেন। ২ গোলে অ্যাসিস্ট করলেও কোনো গোল তিনি করতে পারেননি। যার মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন