You have reached your daily news limit

Please log in to continue


এমবাপ্পে কি আসলেই ব্যালন ডি’অরের দাবিদার

‘গত বছর সে যা করেছে, তা তুলনা করলে এমবাপ্পে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং আমি আশা করি সে এ বছর পুরস্কারটা জিতবে’—চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজির জয়ের পর কথাগুলো বলেছেন কিলিয়ান এমবাপ্পের বন্ধু ও সতীর্থ আশরাফ হাকিমি। পিএসজির ২–০ গোলের জয়ে গোল দুটি ভাগাভাগি করেছেন এ দুজন। প্রশ্ন হচ্ছে, আশরাফ হাকিমির এমন দাবি আসলে কতটা যৌক্তিক। গত বছর এমবাপ্পের সামগ্রিক পারফরম্যান্স ও অর্জনই–বা কী!

শুরুতে আসা যাক ক্লাব ফুটবলে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৩ ম্যাচে ৪১ গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এমবাপ্পে এ মৌসুমে শিরোপা জিতেছেন দুটি—লিগ আঁ এবং ফরাসি সুপার কাপ। শুধু এই দুটি ট্রফি ব্যালন ডি’অরের জন্য কখনোই যথেষ্ট নয়। যেখানে গত মৌসুমে ট্রেবল জয় আছে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন