You have reached your daily news limit

Please log in to continue


সব পক্ষের মনোযোগী হওয়া প্রয়োজন

আমাদের এই ভারত উপমহাদেশে নামকরণ বা নাম পরিবর্তন বড়ই স্পর্শকাতর। সেটা কোনো মানুষের নামই হোক, স্থাপনার নামই হোক অথবা জায়গার নাম। যেমন আমাদের দেশের অনেকেই ময়মনসিংহ নামটিকে খৎনা করে মোমেনশাহী বলে ডেকে থাকেন। পুরাতন এই ঐতিহ্যবাহী জেলাটির সরকারি নাম ময়মনসিংহই। অনেকে পাল্টাতে চেষ্টা করেও পারেনি। আঞ্চলিক ভাষায় এখানকার মানুষজন উচ্চারণ করে মামিনসিং। কিন্তু কোনো কোনো তথাকথিত চিন্তক এমনকি লাইসেন্সপ্রাপ্ত পত্রিকাও এ জেলার নাম মোমেনশাহী লেখে।

কেন? অবশ্যই এর পেছনে গভীর কারণ বিদ্যমান। সে প্যাঁচালে না গেলাম। তবে সংক্ষেপে বলা যায়, তারা ‘আরাম’ পায়। আর এই আরামের জন্য তারা জান কোরবান করতেও প্রস্তুত। তেমনি ব্রাহ্মণবাড়িয়াকে অনেকেই বলেন বি.বাড়িয়া। সম্প্রতি ফরিদপুরে উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অম্বিকাচরণ মজুমদারের নামানুসারে রাখা অম্বিকাপুর রেলওয়ে স্টেশনের নাম পাল্টে জসীমউ নামে রাখার উদ্যোগ নেওয়া হলে ফরিদপুরের মানুষ প্রতিবাদে নেমে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন