You have reached your daily news limit

Please log in to continue


অনিয়ম ও অপচয় বন্ধ করুন

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ক্ষেত্রে কৃষককে সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তরের যেসব কর্মসূচি ও প্রকল্প আছে, সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রথম আলোর প্রতিবেদনে দেখা যায়, অসুস্থ গরু-ছাগলকে জরুরি চিকিৎসা দিতে গত বছরের শুরুর দিকে ১৮৫ কোটি টাকা ব্যয়ে ৩৬০টি গাড়ি কেনে প্রাণিসম্পদ অধিদপ্তর। কিন্তু এসব গাড়ি অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ব্যবহার না করে কর্মকর্তাদের ব্যক্তিগত কাজে লাগানো হচ্ছে।

গাড়ি নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কেউ যাচ্ছেন মন্ত্রীর অনুষ্ঠানে, কেউ বাসা-অফিস যাতায়াতে, কেউবা ভ্রমণের কাজে ব্যবহার করছেন।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের অভিযোগ, অসুস্থ প্রাণীর চিকিৎসায় বড় আকারের গাড়ি দেওয়া হয়েছে, যা প্রত্যন্ত অঞ্চলে কৃষকের গরু-ছাগল অসুস্থ হলেও নিয়ে যাওয়া সম্ভব নয়। কৃষকেরা বলেছেন, বাড়িতে গাড়ি নিয়ে এসে প্রাণীর চিকিৎসা দেওয়া হয়, এমন খবরই তাঁদের জানা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন