You have reached your daily news limit

Please log in to continue


সিপিএলে প্রথম লাল কার্ড দেখলেন নারাইন, পোলার্ড বললেন ‘হাস্যকর’

ধারাভাষ্যে ইয়ান বিশপই বর্ণনা করলেন ঘটনার ‘মাহাত্ম্য’টা। আম্পায়ার জাহিদ বাসারাথের পকেট থেকে বের হলো লাল কার্ড। সেটি দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হলো সুনীল নারাইনকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্লো ওভাররেটের শাস্তির কারণে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় হলেন নারাইন। অবশ্য এ ঘটনা মোটেও ভালোভাবে নিতে পারেননি নারাইনের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। এটিকে ম্যাচ শেষে তিনি বলেছেন ‘হাস্যকর’।

আজ ভোরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষ ম্যাচে লাল কার্ড দেখেন নারাইন। সিপিএলে এ মৌসুম থেকে চালু হওয়া নিয়ম অনুযায়ী, স্লো ওভাররেটের কারণে মাঠেই শাস্তি দেওয়া হবে প্রচলিত নিয়মের বাইরেও। এ নিয়ম অনুযায়ী, ইনিংসের ১৮তম ওভার শুরুর সময় কোনো দল পিছিয়ে থাকলে বাড়তি একজন খেলোয়াড়কে ৩০ গজের বৃত্তের ভেতরে ঢুকতে হবে, অর্থাৎ কমপক্ষে ৫ জনকে ভেতরে থাকতেই হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন