You have reached your daily news limit

Please log in to continue


কোন পথে ডেঙ্গু?

বাংলাদেশে পূর্বের সব ইতিহাস ভেঙে নতুন রেকর্ড করল ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর এবং মৃত্যুর সংখ্যা দুটোতেই অন্যান্য বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে ২০২৩ সাল।

এমন ঘটনা ঘটতে পারে বলে বছরের শুরু থেকেই সতর্কবার্তা দিয়ে এসেছি আমি—তা বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশন গুরুত্ব সহকারে প্রচারও করেছে। ডেঙ্গু নামক পাগলা ঘোড়াকে থামাতে পারিনি আমরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিস্তৃত হয়েছে দেশের সব জেলায়। সগর্বে তার অস্তিত্ব জানান দিচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে ডেঙ্গু।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে আগেই। দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর সংখ্যাও পাঁচশত ছুঁই ছুঁই। মেয়েদের তুলনায় ছেলেদের আক্রান্তের হার বেশি আর মৃত্যুর সংখ্যা নারী ও শিশুদের বেশি। আক্রান্তের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ২১ থেকে ৪০ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন