You have reached your daily news limit

Please log in to continue


এশিয়া কাপে সামর্থ্যরে প্রতিফলন দেখানোর সুযোগ

আমরা বসবাস করছি অস্থির, অসহিষ্ণু, অব্যবস্থিত ও অসহায় সমাজ এবং সময়ে। ক্রিকেট খেলাটা আমাদের একটি অহঙ্কার। এই খেলার বদৌলতে পুরো ক্রিকেটবিশ্ব বাংলাদেশকে চিনতে, জানতে ও সমীহ করে। আমাদের ক্রীড়াঙ্গনের জীবনাচারে ক্রিকেট-চেতনাই প্রাধান্য পাচ্ছে। খেলাটা আমাদের ইতিবাচক শক্তি। বাংলাদেশের ক্রিকেট খেলা, খেলাকে অতিক্রম করেছে- ক্রীড়াঙ্গনের জীবনাচারে ক্রিকেট-চেতনাই প্রাধান্য পাচ্ছে।

দেশে কল্যাণময়ী এ খেলাটিকে কেউ কেউ সচেতনভাবে নিজ ও সমষ্টির স্বার্থ চরিতার্থ করার পাশাপাশি হিংসা, বিদ্বেষ, অহেতুক কুৎসা রটনার মাধ্যমে হেয়প্রতিপন্ন করা, মানবিক দুর্বলতার সুযোগগুলোকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে কৌশলে ব্যবহার করে ক্রিকেট চত্বরকে যেভাবে অস্থির ও অশান্ত করছেন- এটি কাম্য নয়। মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে। প্রয়োজন আছে আলোচনা, বিশ্লেষণ এবং পরামর্শের। কিন্তু কোনো অবস্থাতেই ক্রিকেটের বৃহত্তর ঐক্য এবং সংহতিতে ফাটল ধরানোর চেষ্টা নয়। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা মানেই দেশের ক্রিকেটের ক্ষতি করা, ক্রিকেটকে বিতর্কিত করা। ক্রিকেটে নৈতিকতা তো সবার ওপরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন