You have reached your daily news limit

Please log in to continue


‘চুমু-কাণ্ডে’ রুবিয়ালেসের ওপর খেপেছেন স্পেনের প্রধানমন্ত্রীও

ভালো বিপদেই পড়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। নারী বিশ্বকাপ ফাইনালের বিজয় মঞ্চে স্পেন তারকা হেনি হেরমোসোকে চুমু দিয়ে পরে ক্ষমা চাইলেও চরম বিতর্কে পড়েছেন রুবিয়ালেস।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন। গত মঙ্গলবার সানচেজ বলেছেন, হেরমোসোকে চুমু দিয়ে রুবিয়ালেসের ক্ষমা চাওয়াটা ‘যথেষ্ট নয়’। স্পেনের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এর আগে রুবিয়ালেসকে ‘পদত্যাগ’ করার আহ্বান জানিয়েছিলেন।

সিডনিতে পরশু নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে বিজয় মঞ্চে হেরমোসোর মাথা ধরে তাঁর ঠোঁটে চুমু দিয়েছিলেন রুবিয়ালেস। এরপরই চরম বিতর্কের মুখে পড়েন। প্রথমে অবশ্য সেসব সমালোচনা খুব একটা পাত্তা দেননি রুবিয়ালেস, উল্টো সমালোচকদের মূর্খও বলে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সম্ভবত বোধোদয় ঘটে তাঁর। দায়িত্বশীল পদে থেকে এ রকম আচরণ করা ঠিক হয়নি স্বীকার করে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন