আহতদের বিভীষিকাময় বর্ণনা, যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন এখনও

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১২:০০

বিএনপি-জামায়াতের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ওই হামলায় আহত দুই জনের সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তাদের বর্ণনায় হামলার পরের বিভীষিকাময় সময়ের চিত্র উঠে এসেছে, এখনও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তারা।


অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. নাজিম উদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। তার কাছে ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় কেমন অবস্থা ছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ২১ আগস্টের শান্তি সমাবেশে যোগ দেই। বিপুল সংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধু এভিনিউয়ে, পা ফেলার ঠাঁই নেই। কয়েকজন নেতা বক্তৃতা দেওয়ার পর নেত্রী (শেখ হাসিনা) আসলে, ট্রাকের ওপর তৈরি মঞ্চে উঠলেন। মঞ্চে চাপাচাপি করে নেতারা দাঁড়ালেন। সবশেষ নেত্রী বক্তব্য দিলেন। আমি তখন বাটার শোরুমটার সামনে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুনছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us