You have reached your daily news limit

Please log in to continue


রেল ভ্রমণ নিরাপদ ও স্বস্তিদায়ক করুন

ব্রিটিশ শাসনের পর শুরু হয় পাকিস্তানি শাসন। পাকিস্তানের ২৪ বছরের শোষণ-শাসনের সাক্ষী আমাদের পিতা-মাতা। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অতিক্রম করেছি ২০২১ সালে। কিন্তু রেলসেবার মানের কি উন্নয়ন হবে না? রেল ভ্রমণকে সাধারণত সবচেয়ে আরামদায়ক ও স্বস্তিকর যাত্রা বলা হয়ে থাকে। রেল ভ্রমণ অনেক নিরাপদও বটে। তবে আমাদের দেশে রেলসেবা সেকালেই রয়ে গেছে।

বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকন্যা পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। তা সরকারের বিশাল সফলতা এবং শুধু পদ্মা সেতু বাস্তবায়নের কারণে বর্তমান সরকারকে ২০২৪ সালের নির্বাচনে আবার দেশ পরিচালনায় আসা উচিত। কিন্তু দুর্ভাগ্য, দেশের কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তার জন্য সরকারের শত শত উন্নয়ন থাকা সত্ত্বেও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যেমনÑ ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে রেল যাওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। অথচ সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নির্মাণাধীন রেললাইনের একটি অংশে পাথর এবং মাটি ভেসে গেছে। রেললাইন বাঁকা ও উঁচু-নিচু হয়ে গেছে। অর্থাৎ নির্ধারিত সময়ে ট্রেন নিয়ে যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতির জন্য অপরিকল্পিত রেলপথ নির্মাণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তা খুবই দুঃখজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন