You have reached your daily news limit

Please log in to continue


আটকা পড়লেন মন্ত্রী, সরকারি বহরের ২ বিমান অবসরে পাঠাচ্ছে জার্মানি

জার্মান এয়ারফোর্সের (লুফতওয়াফে) একটি বেসামরিক বিমান নিয়ে সরকারি সফরে বেরিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। কিন্তু তাকে বহনকারী বিমানটিতে নিরাপত্তাগত ত্রুটি ধরা পড়ায় দুইবার উড়াল দিয়েও বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ফলে সফরের মাঝপথে আবুধাবীতে আটকা পড়েন বেয়ারবক।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লুফতওয়াফের কিছুটা পুরনো হওয়া এ–৩৪০ মডেলের দুটি এয়ারবাস বিমান তাৎক্ষণিক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। জার্মানির বিমান বাহিনীর একজন মুখপাত্র গত মঙ্গলবার (১৫ আগষ্ট) এ তথ্য জানান।

শুধুমাত্র মন্ত্রীর সফর বিভ্রাটের কারণেই নয়। এয়ারবাসের এ–৩৪০ মডেলের বিমান দুটিকে অবসরে পাঠানোর পরিকল্পনা আগে থেকেই নেওয়া হয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী চলতি বছর ও আগামী বছরের শেষে ওই দুটি বিমানকে অবসরে পাঠানোর কথা ছিল।

এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অবসরে পাঠানোর পরিকল্পনায় থাকা বিমান দুটির বয়স জানতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাব দেননি।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন