You have reached your daily news limit

Please log in to continue


বিনিয়োগের বিপরীতে আশানুরূপ কর্মসংস্থান কতদূর

কত টাকা বিনিয়োগে কত লোকের কর্মসংস্থান হয়? এ প্রশ্নের কোনো আলোচনা সচরাচর চোখে পড়ে না। যেখানেই যাই, কী সেমিনারে, কর্মশালায়, আলোচনা সভায়, কী নীতিনির্ধারণী সভায়—সর্বত্র আলোচনা জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে। আর আলোচনা হয় বিনিয়োগ নিয়ে, মাথাপিছু আয় নিয়ে, তৈরি পোশাক রফতানি নিয়ে এবং রাজস্ব আয় নিয়ে। বিশেষ করে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেসরকারি বিনিয়োগ ও ব্যাংক ঋণ। এছাড়া আলোচনা আছে আরো অনেক বিষয়ে। কিন্তু যে বিষয়টি জানতে চাই তা হচ্ছে, শিল্পে, বড় শিল্পে কত বিনিয়োগ করে কতজনের কর্মসংস্থান হয়।

এ পরিসংখ্যান পাই না। যেমন পাই না মূল্যস্ফীতির বিপরীতে মানুষের দৈনিক/সাম্প্রতিক আয় কতটুকু বাড়ল এ পরিসংখ্যান। উন্নয়ন-অগ্রগতি, উন্নয়ন মডেল, ইকোনমিক জোন, বড় বড় মেগা প্রকল্পের খবর হয় প্রতিদিন প্রচুর। ভর্তুকি, বিদ্যুতে ভর্তুকি, গ্যাস কোম্পানিতে ভর্তুকি ইত্যাদির ওপর আলোচনা পাই অহরহ। এসবের যে গুরুত্ব নেই তা বলা হচ্ছে না। কিন্তু পাশাপাশি দরকার ছিল ওই তথ্যের, যা বলবে কত টাকা বিনিয়োগে কতজনের কর্মসংস্থান হয়, চাকরি হয়। এতে বিশেষ আগ্রহ আমার। কারণ দেশের লোক সংখ্যা ১৭-১৮ কোটি। ঘনবসতির দেশ। কী শহর, কী গ্রাম, কোথাও পা রাখার জায়গা নেই। লোকসংখ্যা বাড়ছে তো বাড়ছেই। কিন্তু পাশাপাশি মানুষ কেমন আছে, কীভাবে মানুষ চলে, কেমন তাদের জীবনধারণের মান (স্ট্যান্ডার্ড অব লিভিং) তা জানতেও ইচ্ছে করে। বেকারের সংখ্যা বাড়ছে, অর্ধ-বেকারের সংখ্যা কি বাড়ছে, শিক্ষিত বেকারের সংখ্যা কি বাড়ছে, লোকের চাকরি যাচ্ছে কিনা ইত্যাদি দরকার, অথচ তা পাই না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন