You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ায় শিশু নির্যাতন চক্রের ১৯ জন আটক

অস্ট্রেলিয়ায় দুর্ধর্ষ শিশু নির্যাতন চক্রের ১৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমান্ডার হেলেন স্নাইডার সংবাদ মাধ্যমে এ তথ্য দিয়েছেন। গোপন এই অভিযানে ১৩ জন শিশুকে উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ডার্ক ওয়েবে শিশু নির্যাতনের ছবি ও ভিডিও বিতরণের অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত সকলেই কম্পিউটার সম্পর্কিত চাকরিতে যুক্ত ছিল বলে জানান স্নাইডার। তিনি বলেন, আটককৃতদের বিশাল এবং অত্যাধুনিক এক নেটওয়ার্ক ছিল। আমরা সেটি ভেস্তে দিয়েছি। শীঘ্রই বাকিদের আটক করা হবে।

আমেরিকান ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর থেকে প্রাপ্ত সূত্র ধরে এই অভিযান চালানো হয়। ২০২১ সালে ফ্লোরিডায় শিশু নির্যাতনের তদন্তকারী দুই জন এফবিআই এজেন্টের হত্যার অনুসন্ধান করতে গিয়ে এই চক্রের সন্ধ্যান পায় এফবিআই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন