You have reached your daily news limit

Please log in to continue


আগস্ট-কলঙ্ক থেকে জাতির মুক্তি কোন পথে

কোনো মাসকে এভাবে অভিহিত না করতে চাইলেও আগস্ট মাসের অভিজ্ঞতা আমাদের জাতীয় জীবনে অন্তত ৭৫ বছর কলঙ্কের তিলকই একে একে পরিয়ে দিয়েছে। প্রথম দিকের তিলক কলঙ্ক ঘোচাতে সক্ষম হলেও পঁচাত্তর-উত্তরকালে দগ্ধ ক্ষত যেন একেবারে নিরাময়যোগ্য নয় বলে মনে হচ্ছে।

সে জন্য মাস হিসেবে আগস্টকে দায়ী না করলেও ঘটনাচক্রে এ মাসেই এমন সব তিলক আর কলঙ্ক জাতীয় ইতিহাসে ঘটেছে, যা থেকে মুক্তির কামনাই শুধু মুক্ত করবে বলে মনে করি না। রাজনীতি ও ইতিহাস সচেতনতা যত দিন নির্মিত না হবে, তত দিন এই ক্ষত কিছুতেই শুকাবে না।

১৯৪৭ সালে আমাদের জাতীয় জীবনে যখন আগস্ট মাস উপনীত হয়েছিল, তখন অনেকে এটিকে ‘স্বাধীনতা’ এবং ‘মুক্তির’ সঙ্গে একাকার করে ভেবেছিলেন। ব্রিটিশ শাসন থেকে মুক্তিলাভ করলেও সেদিন থেকেই আমাদের জাতি পাকিস্তানের খাঁচায় আবদ্ধ হয়ে গেল। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন ১৫ আগস্ট, ১৯৪৭ পাস হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন