You have reached your daily news limit

Please log in to continue


৫০০ টাকায় গরুর মাংস

‘দিল্লি বহুত দূর’ নাকি সন্নিকটে, সে প্রশ্নটা সরিয়ে রেখে বলতে হয়, আমরা এখন ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ মোডে চলে যেতে পারি। আর মাত্র দুই বছর পরই গরুর মাংসের দাম ৮০০ থেকে কমে ৫০০ টাকায় আসবে—এ রকম একটা আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

এ পর্যন্ত ক্রেতারা গরুর মাংসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেই দেখেছে কেবল, কমতে দেখেনি। তাই, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করে কোনোরকমে বেঁচে থাকার সংগ্রামটা জারি রাখতে হবে।

মানুষের আয়কে একটা বিন্দুতে স্থির রেখে দ্রব্যমূল্য ধাপে ধাপে স্ফীত হতে থাকলে মানুষ কীভাবে সংসারে টিকে থাকবে? কথাটা তো সত্য, এ দেশে কেন কখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পেঁয়াজের দাম বাড়ে, কেউ তা ব্যাখ্যা করতে পারে না। কয়েক দিন বাজার গরম রেখে পেঁয়াজ আবার ফিরে আসে আগের দামে। এই কয়েক দিনের মধ্যেই চতুর সিন্ডিকেট বানিয়ে ফেলে টাকার পাহাড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন