You have reached your daily news limit

Please log in to continue


গাজলডোবা ও বিপর্যস্ত মহিষখোচা হাতীবান্ধা

এলাকার নামগুলো বেশ চমকপ্রদ। জনপ্রিয় নামসর্বস্ব এসব এলাকার মানুষ তিস্তাপাড়ের বাসিন্দা। তিস্তানদী কেড়ে নিয়েছে তাদের সবকিছু। তাদের কাছে তিস্তা দহন-পীড়নের নদী, সারা বছরের আতঙ্ক। গ্রীষ্মে বুকফাটা গরমে পানির অভাবে ক্ষেতের মাটি ফেটে চৌচির হয় আবার বর্ষাকাল শুরু হয়ে হঠাৎ ঢল নেমে রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে, জমির ফসল তলিয়ে পচে গিয়ে সর্বহারা বানিয়ে দেয় এসব বসতির জনগণকে।

ভারতের জলপাইগুড়ি জেলার তিস্তা নদীতে নির্মিত গাজলডোবা ব্যারেজের জলকপাট হঠাৎ খুলে দেওয়ায় সেই পানি সামলাতে বাংলাদেশের তিস্তায় ডালিয়া ব্যারেজের সবকটি গেট (৪৪টি) খুলে দিতে হয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। জুলাই ১৪, ২০২৩ তারিখে সেখানে আবারো গণমাধ্যমের শিরোনাম হয়ে এসেছে বন্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন