You have reached your daily news limit

Please log in to continue


দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিন

দেশে আয়ের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে নারায়ণগঞ্জ। এ জেলায় হতদরিদ্রের সংখ্যা সবচেয়ে কম। সরকারি প্রতিবেদনই বলছে এসব তথ্য। যার কারণে স্থানীয় লোকজন নিজেদের ধনী জেলার বাসিন্দা বলে গর্বও করেন। কিন্তু সেই গর্ব তখন ফিকে হয়ে যায় জেলাটির বিশাল অংশজুড়ে তিতাসের ঝুঁকিপূর্ণ গ্যাস–সংযোগের কারণে।

কয়েক দিন আগে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাসলাইনের ছিদ্র থেকে বিস্ফোরণে এক কিশোরসহ তিনজন দগ্ধ হয়েছেন। আর কয়েক দিন পরপর রূপগঞ্জ উপজেলায় এমন দুর্ঘটনা ঘটছে।

এরপরও নোয়াপাড়া এলাকায় একটি সড়কজুড়ে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। মাসের পর মাস ধরে এ অবস্থা চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিতাস কর্তৃপক্ষ, স্থানীয় প্রতিনিধি—সবাই বিষয়টি জানলেও না জানার ভান করে আছে। ফলে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে বসবাস করছেন সেখানকার বাসিন্দারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন