You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশি হত্যা ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বেচ্ছাচার

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদভাষ্যে জানা যায়, যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউর ১১০০ ব্লকের বিপি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এর আগে গত ৪ জানুয়ারি বাংলাদেশি আরেক তরুণ সাঈদ ফয়সালকে কেমব্রিজের চেস্টনাট স্ট্রিটে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পুলিশ।

যুক্তরাষ্ট্রে পুলিশ বা সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের খবরের কাগজে এ ধরনের হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়; কিন্তু এগুলোর তদন্ত বা বিচার নিয়ে পরে কোনো সংবাদ পাওয়া যায় না। ২০১৫ সালে বাংলাদেশের গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০১৫—এই তিন বছরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন ছয় বাংলাদেশি। ২০১৫ সালের অক্টোবরে ফ্লোরিডা অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন