You have reached your daily news limit

Please log in to continue


গবেষণার ৩৮ মোরগ চুরি

সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। সোমবার সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে এ তথ্য পাওয়া গেছে। বিএলআরআই সূত্র জানায়, ঈদুল আজহার আগের রাতে (২৮ জুন) ৫ নম্বর ‘পিওর লাইন’ মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। ঈদের ছুটির পর প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুরির বিষয়টি জানতে পারলেও গোপন রাখা হয়েছিল।গবেষণার জন্য রাখা মোরগগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘ঈদের আগের দিন রাতে মোরগগুলো চুরি হয়েছে। আমাদের এই সেডে ৩০০ মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে।’তিনি আরও বলেন, ‘মোরগগুলোর গবেষণার দায়িত্ব রয়েছেন পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা। আমরা ডিউটি করি সকাল থেকে বিকেল পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন