You have reached your daily news limit

Please log in to continue


ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে

ঈদ মানেই উৎসব, আনন্দ। ছোট বড় সবার জন্য বছর জুড়ে ঈদের অপেক্ষা এক বিশেষ উৎসবমুখর পরিবেশ নিয়ে আসে। করোনা কাল অনেক কষ্টে উতরে যাওয়ার সময় থেকে বিশ্বজুড়ে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা, চলছে আন্তর্জাতিক রাজনীতিতে অসমাঞ্জস্যতা।

সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগসহ এমন অনেক বড় ছোট সমস্যা মিলিয়ে আমাদের মতো ছোট দেশগুলোয় ভীষণ রকমের অস্থিরতা কাজ করছে। মানসিকভাবে আমরা কেউ স্বস্তিতে নেই। যে কারণে পৃথিবীতে থেকে মায়া, দয়া, ভালোবাসা, আদরগুলো বিলীন হয়ে আসছে ক্রমশই।

এরপরেও আমরা পরিবার বন্ধুর সাথে মিলেমিশে ভাগেযোগে ছোট ছোট ভালোলাগায়, ছোট ছোট যোগাযোগে উৎসব করার জন্য সময় বের করে নেই। সঞ্চিত সঞ্চয়ের সমাপ্তি টানি। হ্যাঁ, এখানে আমি এখনো ধুঁকে ধুঁকে টিকে থাকা স্বল্প কিছু মধ্যবিত্ত পরিবারের কথা বলছি।

এবারের কোরবানি ঈদ এসেছে কিন্তু কোথাও গিয়ে নেই তেমন পুরোনো পশুর হাটের আমেজের ভিড়। ক্রেতার সংখ্যা দেখে বিক্রেতারা হতাশ। তারচেয়েও দুঃখজনক বিষয় হচ্ছে, হাটগুলোয় রয়েছে প্রচণ্ড রকমের অব্যবস্থাপনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন