You have reached your daily news limit

Please log in to continue


আমেরিকার পর এশিয়ার আকাশেও এ বার চিনের ‘গুপ্তচর’ বেলুন? দানা বাঁধছে রহস্য

আমেরিকার উপর নজরদার বেলুনের উপস্থিতি এবং সেই সব বেলুন গুলি করে সে দেশে নামানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এ বার বিবিসি-র দাবি, এশিয়ার আকাশেও গুপ্তচর বেলুন উড়িয়েছে চিন। বেলুন উড়ে গিয়েছে জাপান এবং তাইওয়ানের উপর দিয়ে। বিবিসি-র প্রতিবেদনে প্রকাশ, জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে এই ধরনের বেলুন ওড়ার বিষয়টি নিশ্চিত করেছে টোকিয়ো। জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এই বেলুন নামানোর জন্য তারা প্রস্তুত। বিবিসির এই প্রতিবেদন নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি চিন।

‘গুপ্তচর’ বেলুন ওড়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর আমেরিকা এবং চিনের সম্পর্কে নতুন করে তিক্ততা দেখা দেয়। চিনের পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল, জানুয়ারির শেষ দিকে আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে বেলুনটি ছিল অসামরিক আকাশযান। আবহাওয়ার মতো বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য বেলুনটি ব্যবহার করা হচ্ছিল। তবে সেই বেলুন যে আমেরিকার আকাশে চলে গিয়েছে, তা তারা বুঝতে পারেনি। বিষয়টি অনিচ্ছাকৃত এবং বিচ্ছিন্ন ঘটনা বলেই সময় তারা বর্ণনা করেছিল। তবে সেই সময়কে পিছনে ফেলে সম্প্রতি চিন সফরে যান আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন