You have reached your daily news limit

Please log in to continue


পোশাককর্মীদের নিরাপত্তা দেবে কে

‘চলন্ত বাসে ধর্ষণ’ কথাটি গুগল অনুসন্ধান যন্ত্রে লিখে ‘এন্টার’ বোতাম চাপলে এ–সংক্রান্ত যত খবরের লিংক কম্পিউটার পর্দায় ভেসে ওঠে, তার সংখ্যাকে উদ্বেগজনক বললে যথার্থ হয় না; তা এককথায় আতঙ্ক–জাগানিয়া। চলন্ত বাসে ধর্ষণের পর বাস থেকে ঠেলে ফেলে দেওয়া এবং তাতে ঘটনার শিকার হওয়া নারীর মৃত্যুর ঘটনাও কম নয়।

এসব ঘটনার পৌনঃপুনিকতায় ‘চলন্ত বাসে ধর্ষণ’কে রীতিমতো প্রপঞ্চ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে (প্রকারান্তরে নিষ্ক্রিয়তা) সেই প্রপঞ্চের অন্যতম অনুঘটক বলে প্রতীয়মান হয়।

গত কয়েক বছরের ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, এসব ঘটনায় ধর্ষণের শিকার হওয়া মেয়ে ও নারীদের একটি বড় সংখ্যা হলো পোশাকশ্রমিক। আর ধর্ষকের ভূমিকায় বারবার দেখা যায় বাসের চালক ও চালকের সহকারীদের। আরও লক্ষণীয় বিষয় হলো ঘটনাগুলো, ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট রুটেই ঘটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন