You have reached your daily news limit

Please log in to continue


খেলাপি ঋণে ঢোলের বাড়ি

বহুল সমালোচিত খেলাপি ঋণ ‘ঠেকাইতে’ গিয়া ঋণ পরিশোধের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যেই ‘ঢালাও ছাড়’ দিল; উহার ফলে হিতে বিপরীতের শঙ্কা উড়াইয়া দেওয়া যাইবে না। ব্যাংক খাতের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার জারিকৃত প্রজ্ঞাপনে জানাইয়াছে, চলতি অর্থবৎসরের মধ্যে মেয়াদি ঋণের কিস্তির অর্ধেক জমা দিলে সংশ্লিষ্ট গ্রাহককে খেলাপি বলা যাইবে না। ইহা ব্যতীত চলতি বৎসরের এপ্রিল-জুন মেয়াদে সুবিধাপ্রাপ্ত ঋণের উপরেও দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আরোপ করা যাইবে না।

বাংলাদেশ ব্যাংক যদিও প্রজ্ঞাপনে বলিতেছে, আন্তর্জাতিকভাবে জ্বালানি ও মূল্যস্ফীতি পরস্থিতি মোকাবিলায় ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধ সহজ করিয়া দিতেই এইরূপ পদক্ষেপ; তথাপি উহা প্রশ্নযোগ্য। কারণ কোনো ঋণগ্রহীতা, বিশেষত যাঁহারা বৈদেশিক আমদানি-রপ্তানির সহিত যুক্ত; প্রকৃতই এইরূপ অসুবিধায় পড়িলে কিস্তি পরিশোধের সুবিধাদি সংশ্লিষ্ট ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হইতে পারে। উহার পরিবর্তে ঢালাও ছাড় সামর্থ্যবান অনেককেও ঋণ পরিশোধে নিরুৎসাহিত করিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন