You have reached your daily news limit

Please log in to continue


কার্যকর ও টেকসই পদক্ষেপ নিন

গত মঙ্গলবার বিবিএস ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২’-এর বরাতে প্রথম আলো যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা হতাশাজনক। এতে দেখা যায়, ২০২২ সালে ১ হাজার শিশু জন্ম নিলে তাদের মধ্যে ২৫টি শিশু মারা যায় বয়স এক বছর পূর্ণ হওয়ার আগে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২২। ২০২১ সালে পাঁচ বছর বয়সীদের মৃত্যুহার (প্রতি হাজারে জীবিত জন্মে) ছিল ২৮, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৩১। অর্থাৎ ১ হাজার শিশু জন্ম নিলে তাদের বয়স পাঁচ বছর হওয়ার আগেই ৩১টি শিশু মারা যাচ্ছে।

শিশুমৃত্যুর হার বাড়ার কারণ প্রধানত অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম নেওয়া, জন্মের সময় শ্বাসকষ্ট, সংক্রমণ, জন্মগত ত্রুটি, মা ও শিশুর অপুষ্টিতে ভোগা ও প্রসূতিকালের নানা জটিলতা। ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক চেয়ারম্যান আবিদ হোসেন মোল্লার মতে, দেশে পাঁচ বছরের কম বয়সে শিশুমৃত্যুর মধ্যে প্রায় অর্ধেক মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যে, অর্থাৎ নবজাতক অবস্থায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন