বিদ্যুৎ নিয়ে বাসি কথা, আবারো

সমকাল মাহতাব শাওন প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০২:০১

রাশিয়া-ইউক্রেন সংকট থেকে সৃষ্ট জীবাশ্ম জ্বালানি সংকটের বিরূপ ফল ভোগ করছে বিশ্ব। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোও জ্বালানির অপর্যাপ্ততায় চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এখন ভেবে দেখার সময় এসেছে, ঘাটতি চাহিদা নবায়নযোগ্য উৎস তথা সৌর, বায়ুবিদ্যুৎ থেকে মেটানো যায় কিনা। এ বিষয়ে অনেক বিশেষজ্ঞই কথা বলে এসেছেন; জনআন্দোলনও হয়েছে। কিন্তু কথায় বলে– গরিবের কথা বাসি হলে ফলে।


২০২০ সাল নাগাদ বাংলাদেশে মোট বিদ্যুতের ১০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল ২০০৮ সালে গৃহীত নবায়নযোগ্য জ্বালানি নীতিতে। বাস্তবে এখন পর্যন্ত মোট উৎপাদিত বিদ্যুতের ৫ শতাংশেরও কম আসছে নবায়নযোগ্য উৎস থেকে। কেউ কেউ মনে করেন, কারিগরি বাধা ছাড়াও নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয় প্রসারে অন্যতম প্রধান বাধা হচ্ছে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নিয়োজিত সংস্থাগুলোর মৌন অসহযোগিতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us