You have reached your daily news limit

Please log in to continue


হাওরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বল্পমেয়াদি বন্যা হইতে পারে মর্মে পানি উন্নয়ন বোর্ড-পাউবো যে বার্তা দিয়াছে, উহা সংশ্লিষ্ট সকলেরই বিবেচনায় লওয়া উচিত। রবিবার সমকালের এক প্রতিবেদনে বলা হইয়াছে, সিলেটের উজানে ভারতের মেঘালয় রাজ্যে গত কয়েক দিন ধরিয়া ব্যাপক বৃষ্টি হইতেছে; ঢল আর বৃষ্টিতে বাড়িয়া চলিতেছে সিলেটের নদনদীর পানি। ইতোমধ্যে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত এবং বিভিন্ন হাওরে পানি ঢুকিতে শুরু করিয়াছে। অন্যদিকে, প্রতিবেদনমতে, ভারতের আসাম রাজ্যে কয়েক দিনের ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়াছে।

আশঙ্কা আছে, রাজ্যটির মধ্য দিয়া প্রবাহিত ব্রহ্মপুত্র নদ এবং আরও কয়েকটি নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় তথাকার বন্যা পরিস্থিতির অবনতি হইতে পারে। ইহার প্রভাব আমাদের  ব্রহ্মপুত্র অববাহিকার এলাকাসমূহে বিশেষত কুড়িগ্রামে পড়িবে না– এমনটা নিশ্চিত করিয়া বলা যায় না। গত কয়েক দিনের বৃষ্টি ও উজানি ঢলে ইতোমধ্যে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পাইতে শুরু করিয়াছে এবং তিস্তার পানি বাড়িবার ফলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নদীপারের মানুষের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়াছে। মোট কথা, গত বৎসরের ন্যায় এইবারও সিলেট বিভাগ, তৎসহিত উত্তরাঞ্চল বিশেষত রংপুর বিভাগের জেলাসমূহের যে কোনো সময়ে বন্যাক্রান্ত হইবার আশঙ্কা বিদ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন