You have reached your daily news limit

Please log in to continue


কোরবানির গরু ও ‘মোটাতাজা’ বিষের বাজার

আমাদের দেশের মানুষের কাছে কোরবানির পছন্দের তালিকায় গরু শীর্ষে। এই সুযোগের সদ্ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী। কোরবানির হাটে আসা ক্রেতাদের নজর কাড়া এবং বেশি দামে পশু বিক্রির জন্য গরুকে খাওয়ায় নানা ধরনের ট্যাবলেট। মাংসপেশিতে প্রয়োগ করে নিষিদ্ধ ইনজেকশন; ব্যবহার করে স্টেরয়েড।

এই সবই গরু ও মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের গরুর মাংস খেলে মানুষও নানা রোগে আক্রান্ত হতে পারে।এসব ওষুধ খেলে গরুর কিডনি ও যকৃতের কার্যকারিতা নষ্ট হওয়ায় শরীর থেকে পানি বের হতে পারে না। এ কারণে শোষিত হয়ে পানি সরাসরি গরুর মাংসে চলে যায়। এ কারণে গরু একটু মোটা দেখায়। পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হওয়ায় রক্ত পায়খানা শুরু হয়। এ গরু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারা যেতে পারে অথবা এর মাংস কমতে পারে। এমন গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যা মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন