You have reached your daily news limit

Please log in to continue


তামাক নিয়ন্ত্রণ আইনটির শক্তিশালীকরণ প্রয়োজন

অবাধে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সার্বিক স্বাস্থ্যব্যবস্থা যে কেবলই ঝুঁকিতে পড়ছে তা নতুন করে বলা অনাবশ্যক। তামাক নানান ধরণের রোগ তৈরির অন্যতম কারিগর। ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের রোগসহ এরকম অনেক রোগই তামাকের কারণে হয়ে থাকে। মুখের ক্যান্সার তৈরিতে তো তামাকের জুরি মেলা ভার।

বিশেষজ্ঞদের মতে মুখ ও মুখগহ্বরের ক্যান্সারে তামাকের রয়েছে নিবিড় সম্পৃক্ততা। আবার পরিবেশ বিপর্যয়েও তামাকের ব্যবহার নিয়ে উদ্বেগের শেষ নেই। তামাকের উৎপাদন ও ব্যবহার জনমানুষের স্বাস্থ্য সুরক্ষাকে ভীষণ বিঘ্নিত করছে।

এবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসের শ্লোগান ছিল ‘গ্রো ফুড, নট টোব্যাকো’। অর্থাৎ ‘তামাক নয়, খাদ্য ফলান’। বলা হচ্ছে, যখন জীবনের প্রয়োজনে দরকার খাদ্য, তখন কোনোভাবেই আমরা অধিক লাভের আশায় তামাক চাষকে উৎসাহিত করতে পারি না। তামাক চাষের কারণে জমি নষ্ট হোক, পরিবেশ নষ্ট হোক এটা হতে পারে না। তামাক চাষ নিরুৎসাহিত করা, তামাকের ব্যবহার কমিয়ে আনা, পাবলিক প্লেসে কেউ যাতে অবাধে ধূমপান করতে না পারে, সেই বিষয় নজরদারিতে আনা নিয়ে কারো মতান্তর নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন