থাকতে হবে স্বপ্ন ছোঁয়া ও লক্ষ্যে পৌঁছানোর তাড়না

সমকাল প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৯:০১

টেইলর সুইফট। আমেরিকান কণ্ঠশিল্পী। এ প্রজন্মের জনপ্রিয় এই শিল্পীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণামূলক কথা তুলে এনেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।


সেই এইটুকুন বয়স থেকে আমি গান গাইতে শুরু করি। আর ঠিক তখন থেকেই বুঝে যাই যে, ‘কান্ট্রি মিউজিক’ ধারায় অনেকেই গান গাইলেও একেকজনের গায়কি একেক রকম। তাই নিজেকেও নিজের একটা ভঙ্গিমা খুঁজে নিতে হবে। সাফল্যের কোনো প্রতিচিত্র নেই। আপনাকে স্রেফ নিজের কাজটি মন দিয়ে করে যেতে হবে। আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি একজন শিল্পী; আর নিজের কাছেই নিশ্চিত হতে হবে, অন্য কারও মতো হওয়া চলবে না আপনার। অন্য শিল্পীদের কাছ থেকে অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু অনুকরণ নয়; বরং খুঁজে নেওয়া চাই নিজস্ব একটি জায়গা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us