You have reached your daily news limit

Please log in to continue


বড্ড বাজে খরচ হয় আমাদের

সরকারি ব্যয় কমাতে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সরকার। 

শুধু এ খাতেই নয়। নানাভাবে বড্ড বেশি বাজে খরচ হয় আমাদের অফিসগুলোতে। পারিবারিক কাজে অফিসের গাড়ি ব্যবহার, অহেতুক এসি-লাইট-ফ্যানের ব্যবহার, উপর্যুপরি সভা বা সম্মেলনে ভ্রমণ ভাতার ব্যবহার, অপ্রয়োজনীয় অথবা কম প্রয়োজনীয় কারণে বিদেশ ভ্রমণ, লাগামহীনভাবে সিটিং অ্যালাউন্স বৃদ্ধি, প্রয়োজনের অতিরিক্ত বিলাসী খাবারের ব্যবহারসহ অনেক কাজে খরচটা অনেক সময়ই বড্ড বেশি হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে তা নিতান্তই অপচয়। কেন আমরা এসব কাজ গা-সওয়া করে ফেলেছি? যেসব সুবিধা একজন পদস্থ কর্তাকে নিয়মমাফিক দেওয়া হয়, সেই সব সুবিধার অতিরিক্ত নেওয়ার লোভ কেন আমাদের পেয়ে বসবে? অফিসের কর্তা হিসেবে, সামাজিক মানুষ হিসেবে, এমনকি দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দায়িত্বকে কেন আমরা ভুলে যাব? আর কেনইবা এসব অন্যায় আচরণের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে না? এসব অনিয়ম কি জনগণের সাধারণ জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করে না? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন