You have reached your daily news limit

Please log in to continue


এমন পরিকল্পনা কি পরিবর্তন হবে না

অপরিকল্পিত বাঁধ, রাস্তা ও সেতু তৈরি করার ফলে আমাদের নদীগুলোর বড় ক্ষতি হয়ে গেছে। এরপরও এমন পরিবেশবিধ্বংসী পরিকল্পনা নীতির কোনো পরিবর্তন আমরা দেখি না। যেন জেনেবুঝেই নদীর বুকে ছুরি চালানো হচ্ছে। যেমন যশোরে ৭টি নদীতে কম উচ্চতার ১১টি সেতু নির্মাণ করে নদীগুলোকে গলা টিপে মারার বিপুল আয়োজন করা হচ্ছে।

সেতুগুলো এতটাই নিচু করে নির্মাণ করা হচ্ছে, বর্ষাকালে কোনো নৌযান সেগুলোর নিচ দিয়ে চলাচলের সুযোগ রাখা হচ্ছে না। কোথাও কোথাও শুষ্ক মৌসুমেও নৌযান চলতে পারবে কি না, সেই আশঙ্কা করা হচ্ছে। গোটা একটি জেলায় এতগুলো সেতু নির্মাণে এমন ভুল পরিকল্পনা কি তামাশা নয়? আমরা এমন উন্নয়নকর্মে ক্ষুব্ধ ও নদীগুলোর সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, যশোরে অপরিকল্পিতভাবে সেতু ও কালভার্ট নির্মাণের ঘটনা নতুন নয়। ইতিমধ্যে সেখানকার ভৈরব নদের ওপর ৫১টি অপরিকল্পিত সেতু-কালভার্ট নির্মাণ করে নদটিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন