You have reached your daily news limit

Please log in to continue


বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে সাজুক বিটিআরসি

‘সোয়া লাখ কোটি টাকা আয়ের মহাপরিকল্পনায় বিটিআরসি’ শিরোনামে গতকাল বুধবার প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ১০ বছর মেয়াদি বেতার তরঙ্গ ব্যবস্থাপনা ও বরাদ্দের রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে বিটিআরসি। বৈশ্বিক প্রযুক্তিগত অবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে বিটিআরসির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলেও আমরা মনে করি। দেশে টেলিযোগাযোগ খাতে ইতোমধ্যে অনেক বিস্তার ঘটেছে। বিটিআরসি প্রণীত খসড়াটি কমিশন সভায় ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে। সময়ক্ষেপণ না করে পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়াই সময়ের দাবি। টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নের দাবি নতুন নয়। বর্তমানে দেশে কয়েকটি ব্র্যান্ডের মোট ৮১৫ মেগাহার্টজ বেতার তরঙ্গ টেলিযোগাযোগ সেবার জন্য রয়েছে। এর মধ্যে মোবাইল ফোন অপারেটর ও অন্য খাতে ৩১৬ মেগাহার্টজ বেতার তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দের জন্য উপযুক্ত ৪৩৩ মেগাহার্টজ বেতার তরঙ্গ অব্যবহৃত অবস্থায় থাকা সঙ্গত নয়। এমন প্রেক্ষাপটে নতুন করে ৬ গিগাহার্টজ ব্র্যান্ড বিবেচনায় রেখে রোডম্যাপ তৈরি করা বিলম্বিত কাজ হলেও আমরা মনে করি, এ ব্যাপারে সময়ক্ষেপণের সময় আর নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন