You have reached your daily news limit

Please log in to continue


কী কথা তাহার সাথে!

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে শোরগোলের মধ্যেই খানিকটা নীরবেই দুই দিনের সফর শেষ করেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইদং। জাতির জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি যতটা গুরুত্বপূর্ণ, তারচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টারের সফরটি, যদি আমরা জাতির অদূর ভবিষ্যতের দিকে তাকাই। কারণ প্রচারমাধ্যম এবং জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যতই হৈ চৈ হোক, এটি একটি সাময়িক ব্যবস্থা। নির্বাচন নাই, যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতির কার্যকরণও নাই। দ্বিতীয়ত, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা মাত্র গুটি কয়েক মানুষের, যাদের হয়তো অর্থ আছে যুক্তরাষ্ট্রের ব্যাংকে অথবা বাড়ি-সম্পদ আছে দেশটিতে তাদের। সাধারণ মানুষের এতে কী আসে যায়! কিন্তু চীনের সফর করে যাওয়া এই উচ্চ কর্মকর্তার সঙ্গে আলোচনা জাতির জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনায় যদি ফাঁক ফোকর থাকে, তাহলে দীর্ঘস্থায়ী একটি ক্ষত এসে পড়তে পারে বাংলাদেশের গায়ে, যার ভুক্তভোগী হবে এদেশের আপামর জনসাধারণ। পড়তে পারে সুদূরপ্রসারী প্রভাব। আবার অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ঝানু চৈনিক কূটনীতিকের সঙ্গে বার্গেইনিং করা গেলে হয়তো লাভও হতে পারে। সেটা সরকার বুঝবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন