You have reached your daily news limit

Please log in to continue


শিল্পকারখানার বর্জ্য ফেলা বন্ধ হোক

আমাদের নদী, পানি, মাটি, বাতাস—সবকিছুই বিষিয়ে উঠছে। একটি দেশের প্রাণ-প্রকৃতি ও জনজীবনের জন্য এর চেয়ে অশনিসংকেত আর কী হতে পারে। কিন্তু এসব রক্ষায় রাষ্ট্র, সরকার ও জনগণ কী করছে?

একের পর এক নদী বিনষ্ট হচ্ছে, দখল ও দূষণ হতে হতে মৃতপ্রায়। এসব নিয়ে প্রতিনিয়ত সংবাদমাধ্যমে প্রতিবেদন, মতামত, সম্পাদকীয় প্রকাশিত হচ্ছে। কিন্তু দিন শেষে হতাশাজনক চিত্রই থেকে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। তা না হলে যে নদী একসময় মাছের ভান্ডার হিসেবে পরিচিত ছিল এ দেশে, সেই নদীতে কীভাবে মরা মাছ ভেসে ওঠে?

প্রথম আলোর খবর অনুযায়ী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোড় নদের বিভিন্ন অংশে সম্প্রতি মরা মাছ ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, শিল্পকারখানার বর্জ্য সরাসরি নদটিতে ফেলার কারণেই এ দশা।

এ দেশের শিল্পকারখানাগুলো পরিবেশবান্ধব করা যাচ্ছে না, সেই ব্যর্থতার ভার বহন করতে হচ্ছে আমাদের নদ–নদীগুলোকে, তার সাম্প্রতিক নজির হতে পারে এ ফুলজোড় নদ। বিষয়টি খুবই উদ্বেগজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন