গান গেয়ে এত মানুষের ভালোবাসা পাব ভাবিনি

সমকাল প্রকাশিত: ১১ মে ২০২৩, ১১:৩১

সময়ের পালাবদলে অনেক কিছুই বদলে গেছে, বদলে যাননি বাপ্পা মজুমদার। জনপ্রিয়তাকে পুঁজি করে কখনও স্রোতের জোয়ারে গা ভাসাননি; বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও নতুন কী করা যায়– সেই ভাবনায় নিয়ে মেতে ওঠেন একেকটি আয়োজনে। আর এভাবেই নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।


এক দিন-দু’দিন নয়, তিন দশক ধরে বাপ্পা তাঁর প্রতিটি সৃষ্টিতে রেখে চলেছেন নিজস্বতার ছাপ। এই যেমন ক’দিন আগে প্রকাশ পেল তাঁর নতুন একক গান ‘বন্ধু চেনা দায়’। সেই চিরচেনা কণ্ঠ, গায়কিতে সম্মোহনী জাদু, শ্রুতিমধুর সুর, পরিমিত সংগীত– তবুও বাপ্পাকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ আছে। তাই শুরুতেই বাপ্পার কাছে জানতে চাওয়া কিন্তু এই তিন দশকে অনেক কিছু বদলে যাওয়ার পরও সৃষ্টির খোলনলচে বদলাতে দেখা যায়নি– এর কারণ কী?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

বেইলি রোডে আগুন: শিল্পকলায় স্থগিত ‘দলছুটের’ পরিবেশনা

বিডি নিউজ ২৪ | বাংলাদেশ শিল্পকলা একাডেমি
১ মাস, ৪ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us