You have reached your daily news limit

Please log in to continue


করোনার শিক্ষা

ভয়ংকর প্রাণঘাতী ভাইরাস কভিড-১৯ পরিস্থিতি আর বিশ্বব্যাপী স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা নহে বলিয়া ডব্লিউএইচও তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই ঘোষণা দিয়াছে, উহা নিঃসন্দেহে স্বস্তিদায়ক। সংস্থাটির মহাসচিব টেড্রোস আধানম গেব্রিয়াসুস কভিড-১৯ সংক্রান্ত জরুরি কমিটির পঞ্চদশ সভার সুপারিশ অনুসারে শুক্রবার জানাইয়াছেন, এখন হইতে বিশ্বের বিভিন্ন দেশ স্ব স্ব পদ্ধতি ও নিয়মে এই ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলা করিবে। ২০২০ সালের জানুয়ারিতে ঘোষিত এই জরুরি অবস্থার অবসান অবশ্য এমন সময় হইল, যখন কার্যত অনেক দেশে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়া আসিয়াছে। তথাপিও গত তিন বৎসরে কভিড-১৯ ভাইরাস ও এই সংক্রান্ত জটিলতায় প্রায় ৭০ লক্ষ মানুষ প্রাণ হারাইবার পর এই ঘোষণায় হাঁপ ছাড়িয়া বাঁচিবার ফুরসত মিলিবে। ডব্লিউএইচওর ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করিয়া করোনা অতিমারির সূচনা হইতেই স্বাস্থ্যবিধি প্রণয়ন ও প্রতিপালন করিয়া আসা বাংলাদেশও উহার ব্যতিক্রম নহে।

স্মরণে রাখিতে হইবে, এইরূপ ঘোষণার অর্থ ইহা নহে যে করোনাভাইরাস বিদায় লইয়াছে। এই ভাইরাসজনিত রোগ এখন বিবেচিত হইবে শ্বাসযন্ত্রের একটা সাধারণ রোগ হিসাবে। ফলে অন্যান্য শ্বাসতন্ত্রের রোগ যেই প্রক্রিয়ায় ব্যবস্থাপনা করা যায়, এই রোগও সেই প্রক্রিয়াতেই ব্যবস্থাপনা করা যাইবে। যেহেতু বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্ব অর্থনীতির সহিত অতীতের যেই কোনো সময় অপেক্ষা অধিকতর সংযুক্ত এবং প্রবাসী আয় এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখিয়া থাকে, দেশের বিপুলসংখ্যক মানুষকে আকসার বিদেশে যাইতে হয়; কিন্তু করোনাকালে নানাবিধ নিষেধাজ্ঞার কারণে আর যাই হউক বিদেশ ভ্রমণ সহজসাধ্য ছিল না– ডব্লিউএইচওর উক্ত ঘোষণার কারণে বিদেশ ভ্রমণের উপর এখনও আরোপিত নিষেধাজ্ঞাসমূহ উঠিয়া যাইবে বলিয়া আমাদের বিশ্বাস। সর্বোপরি, করোনা প্রতিরোধ ও চিকিৎসায় বরাদ্দকৃত রাষ্ট্রীয় অর্থেরও সাশ্রয় হইবে। উপরন্তু, এ সময়ে অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও জনবল বিষয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি ঘটিয়াছে, উহা অন্য রোগ মোকাবিলায় কাজে লাগিবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন