You have reached your daily news limit

Please log in to continue


৮৩ বছরের এক গতিময় জীবন

পঙ্কজ ভট্টাচার্য চলে গেলেন চিরতরে। তাকে শেষ বিদায় জানাতে বা শেষবারের মতো প্রাণহীন মুখটাকে দেখতে শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। কারা আসেননি? রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ আন্দোলনের নেতাকর্মীরা, সমতল ও পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিবৃন্দ, প্রবীণ-নবীন সব বয়সী নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই এসেছিলেন শ্রদ্ধা জানাতে।

একজন স্বপ্নবান মানুষের প্রস্থানে ব্যথিত শহীদ মিনারে সমবেত সবাই যখন গাইতে শুরু করলেন ‘ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ তখন কি চোখের কোণে অশ্রু আর বুকের মধ্যে দীর্ঘশ্বাস জমে ওঠেনি? স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা অংশটুকু গাইবার সময় দুঃখময় স্মৃতির কথা যেমন মনের মধ্যে জেগে উঠেছিল, স্বপ্ন হারিয়ে যাওয়ার বেদনাও বেজে উঠেছিল তেমনি করে। সব ছাপিয়ে মনে হয়েছে একটি কথাই যে, পঙ্কজ দা আর ফিরে আসবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন