শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যকে শ্রদ্ধা বিকেলে

সমকাল প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১১:৫২

ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শুরু হবে আজ মঙ্গলবার বিকেলে চারটায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। 


ঐক্য ন্যাপের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। পরে এই সময় পরিবর্তন করা হয়।


শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে শেষকৃত্য সম্পন্নের জন্য মরদেহ নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। মরদেহ রয়েছে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে।


গত রোববার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্ট খুলে  পঙ্কজ ভট্টাচার্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us