You have reached your daily news limit

Please log in to continue


ছিলেন দাতা ও ত্রাণকর্মী, তবে বন্ধু সবার আগে

প্রত্যেক মানুষই তো স্বতন্ত্র; একজন আরেকজনের মতো নন। কিন্তু কেউ কেউ আছেন, যাঁরা অসাধারণ; ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁদেরই একজন।

 অসাধারণ এই মানুষটিকে কোন পরিচয়ে বিশেষভাবে চিনব? তিনি দুঃসাহসী, চ্যালেঞ্জ নিতে, এমনকি চ্যালেঞ্জ তৈরি করতেও  অকুতোভয়। জাফরুল্লাহ চৌধুরী একজন দক্ষ চিকিৎসক, এবং অনেক বড় মাপের চিকিৎসক হতেন, যদি ওই পথে এগোতেন। চিকিৎসকই তো হতে চেয়েছিলেন; বিলেতে গেছেন চিকিৎসা বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য, এগোচ্ছিলেনও বেশ ভালোভাবেই; কিন্তু এর চেয়েও বড় এক কাজে জড়িয়ে পড়লেন। সেটাও ব্যাধির চিকিৎসা বৈকি; কিন্তু ব্যক্তির অসুখের নয়, সমাজের অসুখের। সমাজ অসুস্থ ছিল, এখনও আছে; অসুখটা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। সামাজিক অসুখের যাতে উপশম ঘটে এবং অসুখের কারণ যাতে দূর করা যায়– সেই কাজে নিজেকে নিয়োজিত করলেন জাফরুল্লাহ চৌধুরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন