You have reached your daily news limit

Please log in to continue


প্রকল্প যেন অসম্পূর্ণ না হয়

সাম্প্রতিক বছরগুলোতে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিপুল উন্নয়ন ঘটেছে। বড় মেগা প্রকল্পসহ অজস্র সেতু-কালভার্ট আর সড়ক নির্মাণ করা হয়েছে। এতে অনেক এলাকার আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নতির দুয়ার খুলে গেছে। তবে যোগাযোগ খাতের এই উন্নয়নে গলার কাঁটা হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা। দেশের সড়কগুলোতে হরহামেশা আমরা মৃত্যুর মিছিল দেখতে পাচ্ছি।

সড়কগুলো মৃত্যুফাঁদ হয়ে ওঠার পেছনে চালকের অসতর্কতাসহ কিছু কারণ আমরা ঘুরেফিরে আসতে দেখি। তবে সড়ক নির্মাণে ত্রুটি ও অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও দুর্নীতি-অনিয়মের বিষয়টিও যে এর জন্য দায়ী, সেটি অনেকটা আড়ালে থেকে যায়। প্রকৌশলগত ও পরিকল্পনামাফিক নির্মাণের মধ্য দিয়ে একটি সড়কের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সেখানে পরিবহন চালনায় যতই শৃঙ্খলা থাকুক না কেন, দুর্ঘটনা হতে বাধ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন