You have reached your daily news limit

Please log in to continue


ঈদযাত্রা যেন স্বস্তির হয়

সাধারণত ঈদে ঘরমুখী মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু এবারের ঈদে আরও মানুষের জনসমাগম হবে। গত দুই বা তিন বছর ‘নাড়ির টানে বাড়ি ফেরা’ মানুষের সংখ্যা কম ছিল। করোনার কারণে মানুষ কম ঈদযাত্রা করেছে। করোনার প্রকোপ নেই বললেই চলে। তার পর আমাদের অনেক বছরের স্বপ্ন পদ্মা সেতু বাস্তবায়ন। তাই এ বছরের ঈদে গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়িতে যাবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন ঈদযাত্রায় ঈদের আগে-পরে কয়েকদিন তীব্র যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। অসহনীয় যানজটে যাত্রীদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এ ছাড়া পথে পথে যাত্রী হয়রানি, ভাড়ানৈরাজ্য ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল তো রয়েছেই।

২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন নিহত হয়েছেন। ২০২২ সালে যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত ও ১২ হাজার ৩৫৬ জন আহত হন। তা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর ঈদের ১৫ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১৮ জন নিহত ও ৮৪৪ জন আহত হন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২১ দশমিক ৫২ শতাংশ বেশি। আশঙ্কা রয়েছে, ২০২৩ সালে ঈদযাত্রায় এই সংখ্যা বাড়তে পারে। তাই এর দায় কার?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন